রাজশাহীতে বিআরটিএর চেয়ারম্যান

গণশুনানীতে সব অভিযোগ ড্রাইভিং লাইসেন্স নিয়ে

Passenger Voice    |    ০৭:৫৪ পিএম, ২০২৩-১২-২১


গণশুনানীতে সব অভিযোগ ড্রাইভিং লাইসেন্স নিয়ে

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে ড্রাইভিং লাইসেন্স এর বেশ কিছু সমস্যায় ভুগতেছিল ভারী ও মধ্যম মোটরযানের চালকরা। বিআরটিএর বিরুদ্ধে সব সময় এমন অভিযোগ উঠছে। বিভিন্ন জেলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণশুনানীতে উপস্থিত হলে উনার সামনেও বারবার একই অভিযোগ করছে মালিক শ্রমিকরা। 

আজ ২১ ডিসেম্বর রাজশাহী বিআরটিএর গণশুনানীতে উপস্থিত ছিলেন বিআরটিএর এই শীর্ষ কর্মকর্তা। এখানেও পরিবহন চালকদের ড্রাইভিং লাইসেন্স এর বিভিন্ন সমস্যার কথা শোনেন বিআরটিএ চেয়ারম্যান এবং তাৎক্ষণিকভাবে সেসব সমস্যার সমাধান দেন। 

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ এর আওতায় বিআরটিএ রাজশাহী সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে চালক, হেলপার, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেন।

গণশুনাতিতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, বিআরটিএ’র রাজশাহী বিভাগের উপ-পরিচালক এসএম কামরুল হাসান ও সহকারী পরিচালক মোশাররফ হোসেন, শহর ও যানবাহন পরিদর্শক আনোয়ার হোসেন,  রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব আলী, রাজশাহী ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেবাপ্রত্যাশীদের নানান সমস্যা শোনার পর তারাও বিভিন্ন সমস্যার সমাধান দেন।